।।১।।
এতটা পথ একলা হাঁটার পর,
প্রেম পিরিতি উড়েছে ফুৎকারে।
বাসি প্রলাপ কে বা শোনে!
মহামারী মন-গহীনে,
আবেগগুলো মরছে মাঠে দিনদুপুরে।
।।২।।
মর্জিমাফিক আর্জি জানায় উটকো খেয়াল,
রাত নিশুতে হাত নিশপিশ লিখবো কি ছাই!
বস্তাভরা সস্তা আবেগ মন-গুদামে,
শব্দ খুঁজে জব্দ হয়ে হাতড়ে বেড়াই।
।।৩।।
অনেক হল ডুবসাঁতারের আদিখ্যেতা,
মুখ লুকোতে মুখোশ মেলা ভার।
ছ্যাঁকা খেয়ে তিড়িং বিড়িং নাচের কেতা,
অজুহাত সব আগেই পগার পার।
***************************************************