জল থৈ থৈ দিন,তবুও না দেখার-
                শুকনো বৈশাখ, চাতক বুক।
টুপটাপ সুখ নয়; আলেয়া ক্ষণিকের,
                যত্নে গুমখুন- তাবৎ সুখ।

বর্ষার মল্লার বাজেনা বাঁশীটায়,
                শূন্য ঘরদোর, বেসুর রাত।
সুর তাল লয় সব আদতে অসহায়;
                ব্যর্থ সংগীত, অচল সাধ।

নেই কেউ; কেউ নেই, এলোমেলো মনের-
                আর্ত চিৎকার, অদিশ শ্বাস।
মেঘ যাক ভিনদেশ, এখানে শ্রাবণের
                দরজা আটকায় আবেগ-লাশ।

**************************

** মন্দাক্রান্তা ছন্দে প্রথম প্রয়াস।
রচনাকাল: ১৫ই আগস্ট, ২০২১