বলবো কি বলবোনা, দোটানায় দোলাচল,
কথাগুলো তোলা থাক যত্নে,
যতসব গাঁজাখুরি, কোন ব্যাটা বলেছিল,
"রতনে চিনবে খাঁটি রত্নে"!
মিঠে কথা খুব হল, ভিজলোনা চিড়ে তো!
পাততাড়ি গোটানোটা দরকার।
কথা যত খাঁটি হোক, ভবি তবু ভুলবেনা,
নিজগুণে মাফ কোরো সরকার!
**************************
রচনাকাল: ২২ আগস্ট ২০১৯