জোর করে এই হাহা হিহি, ভাল্লাগে?
সেই তো আবার বালিশে মুখ মাঝরাতে।
বৃষ্টি বলবে কানে কানে - পাল্লা দে!
সেই তো আবার তাল মেলাবে কান্নাতে।

চোখে ঠুলি, নিজেকে তাই দুষছ রোজ-
কাঁপা কাঁপা কব্জিটাতে ব্লেড চেপে।
ওদিকে কি একইরকম? মোটেও না!
মেকি শোকের দেখনদারি খুব মেপে।

কে বলেছে জানতে হবে সবকিছু!
থাক না কিছু প্রশ্নমালা অজানাই।
যে গেছে সে যাওয়ার ছিল, চুলোয় যাক।
কে বলেছে নতুন করে বাঁচতে নেই!

*************************