নীল কুর্তি, নীলচে টি-শার্ট, বিকেলি রোদ।
এক ডানহাতে অন্য বাম হাত, হেঁটে চলা।
ঘাড়ের ঘামে লেপটে থাকা চুল ক-গাছি।
জড়িয়ে আঙুল, আগলে আঙুল, আঙুল খেলা।
অভিমানী শ্রাবণ-বিকেল, বৃষ্টিবিরাম।
সময় হতেই সূর্য লুকোয় পাহাড়-খামে।
নাম না জানা গোধূলি রং, রঙিন আকাশ।
বিকেল বিদায়, বিদায় বিকেল, সন্ধে নামে।
কাজল আঁকা ড্যাবড্যাবে চোখ চশমা ঢাকা।
অফিসফেরত ক্লান্ত প্রেমিক মুক্তিকামী।
দুই তালুতে বন্দী মুখে ঠোঁটের হদিস।
দিনের শেষেই দিনের শুরু যুগল প্রেমীর।
***************************