দরবারী বাজেনাতো মাঝরাতে আর,
সেই কবে ছিঁড়ে গেছে সেতারের তার,
লাশেদের ভিড়ে তাই পাশ ফিরে শুই,
নিজেও কি লাশ নাকি তাও বোঝা ভার!
কালো স্মৃতি নেড়েচেড়ে তিক্ত বিষাদে,
বিনিদ্র রাতটাও পড়েছে ফ্যাসাদে,
বেদনাবিলাসী এই আঁধারের মাঝে,
ব্যথা কাঁদে নিশ্চুপে কোমল নিষাদে।
দুরাশার ফুল ফোটে শ্মশানের মাঝে,
মুখে মেখে মেকী হাসি স্বপ্নেরা সাজে,
ভোর আসে, আলো ফোটে, আয়ুকাল শেষ,
বেমালুম ভিড়ে যাওয়া কাজে বা অকাজে।
*****************************