নীরব চাউনি, লাজুক হাসি, গোলাপকলি ঠোঁট,
কপালজুড়ে চূর্ণচুলের আঁকিবুঁকি লেখা।
বিকেল-রোদের লুটোপুটি আলগা এলোচুলে,
এরম করেই তোমার সাথে হোক না রোজ দেখা।

এক চুমুতেই জীবনটাকে বাজি রাখা যায়,
কিছুক্ষণের স্বর্গসুখে এটুকুই তো শেখা।
অনেকখানি ভরসাতে তাই উষ্ণ আলিঙ্গন,
এরম করেই তোমার সাথে হোক না রোজ দেখা।

ফুলেল হৃদয়, জলভরা চোখ, থরথর ঠোঁট,
ফাগুন,শাওন একইসাথে; শুনছি কুহু কেকা।
বিদায়বেলা ঘনিয়ে আসে, সময় বড্ড কম,
এরম করেই তোমার সাথে হোক না রোজ দেখা।




********************************