আজ মেঘে মেঘে ঝঙ্কার,
বন্দীশ - মল্লার,
মিয়াঁ বুঝি এইবার ধরবেন তান।
তুমিও কি বসে আছো জানালার ধারে?
গাইছো কি কোনো এক বৃষ্টির গান?

আষাঢ়ের সন্ধ্যায় আলো নেভা ঘরে,
দুচোখের কান্নারা এখনও কি ঝরে?
নাকি জমানো দুঃখগুলো
বৃষ্টি-আদর ছুঁলো-
রিমিঝিমি রিমঝিম নির্ঘুম রাতে?
মনে মনে আনমনে গানেদের ভিড়ে,
নিভে গেছে কান্নারা সুখ-ইশারাতে?

এখানে পাহাড় ছুঁয়ে মেঘ-আলপনা,
মেঘরঙা কষ্টেরও রোজ আনাগোনা।
তুমি নেই তবুও তো
সেই আগেকার মত
স্বপ্নের দোলাচলে খুব মনে হয়,
একলা একার ঘরে স্মৃতি অনুরাগে-
বৃষ্টিরা বয়ে আনে হারানো সময়।

আছো কি অচিনপুরে?
অনেক অনেক দূরে,
ধুয়ে মুছে - জমে থাকা সব অভিমান।
এইবেলা বেলাশেষে আরাত্রিকা,
গাইছো কি কোনো এক বৃষ্টির গান?

***********************