লাস্যময়ী ইচ্ছেগুলোর
চিন্তাজুড়ে আনাগোনা,
হারিয়ে গেছি সময়-সাইক্লোনে।
হাই তুলছে দূরদৃষ্টি,
চোখ রাঙালো ভবিতব্য,
আলসে মন সেঁধোয় ঘরের কোণে।।
হঠাৎ হঠাৎ আবেগ-খোঁচায়
গান ধরে মন শুধসারং-এ,
মুগ্ধতা-রস ফুটতে থাকে অল্প আঁচে।
ঠিক তখনই তিক্ত কঠোর
বাস্তবতার কড়া শাসন,
প্রলম্বিত শৈশবটা পালিয়ে বাঁচে।।
একঘেয়েমির রোজনামচা,
ছদ্মসুখে টিকেই আছি
মুখোশ জুড়ে ভদ্রতার বিজ্ঞাপনে।
লেজ নাড়িয়ে রুজিরুটি,
গা বাঁচিয়েই আত্মতৃপ্তি,
আলসে মন সেঁধোয় ঘরের কোণে।।