এইখানে শেষ, এখানেই শেষ, এই টানলাম ইতি।
অযোগ্য এই দাঁড়িপাল্লায় মাপবোনা লাভ ক্ষতি।
অনেক কিছু দেওয়ার ছিল,
কিছু পাওয়ার আশা ছিল,
পাওয়ার আশা জলাঞ্জলি, নাই বা দিলাম কিছু।
মরুতৃষার খেয়ালখুশি, নাই বা নিলাম পিছু।
পেয়েও তবু পাইনা তোমায়, পুড়েছি সেই শোকে।
কি চাও তুমি, সেই উত্তর পেয়েছি ওই চোখে।
শেষ চুমুতে বিদায় মেখে,
তোমার ঠোঁটে দিলাম এঁকে,
কক্ষনো আর বলবোনাতো চাই তোমাকেই চাই।
আপাত প্রেম যৌথ ছিল, যৌথ ব্যথাই পাই।
আবার বুঝি নির্বাসনে? আবার অচিনপুরে?
তোমার থেকে অনেক দূরে, অনেক অনেক দূরে?
ভুলে থাকার কোন্ দুরাশায়,
না দেখেও দেখব তোমায়,
একদিন ঠিক বুঝবে ঠিকই এসব তো নয় ফাঁকি।
ভালো করে দেখব বলেই মুখ ফিরিয়ে থাকি।
******************************