ধূ ধূ মরুভূমি,
একাই হাঁটছি।
হাত ধরার কেউ নেই, কেউ ছিলনা;
কেউ থাকেওনা ।

আমার চোখের সামনে আমার জন্ম হল
            ওই বালির ওপরেই।
তারপর একা একা হাঁটতে হাঁটতে
নিজে হাতে নিজের চিতা সাজিয়ে
           শুয়ে পড়লাম তাতে।
বলা বাহুল্য নিজেই নিজের মুখাগ্নি করলাম......