যেটুকু চেনাজানা ছিল,
যেটুকু দেখাসাক্ষাতের সম্ভাবনা,
সব কেমন ফুরিয়ে গেল।
হওয়ারই ছিল।
মন কি তবে তৈরি ছিলনা?
তাই বুঝি রঙিন অন্ধকারে হাতড়ে ফিরছি রোজ?
আজ নীল কর্পূর,
কাল লাল।
আজ তপতী,
কাল চন্দ্রাবতী।
উবে গেলেই প্রকট হয় নাছোড়বান্দা আমাদের মুহূর্তগুলো।
তুমি বলবে - স্মৃতির কোলাজ।
আমার কাছে - সঞ্জীবনী।
****************************