বিকেল জুড়ে ইলশেগুঁড়ির বাতাসবিহার,
সন্ধে এল একপশলা আবেগ নিয়ে।
জানলা-কাচে চুঁইয়ে পড়া ,
ভালোলাগা বাঁধনহারা,
হোঁচট খেলাম তোমায় ভালোবাসতে গিয়ে।
তোমার চোখেই মেঘমল্লার উথালপাথাল,
বেহালা আজ তোলা থাকুক যত্ন করে।
বৃষ্টিমুখর শাওনসাঁঝে ,
তোমার সাথেই গল্প সাজে,
আবেগ যত ঝরে ঝরুক অঝোরধারে।
তোমার ঠোঁটের সর্বনাশী আমন্ত্রণে
খোলাচুলে আঙ্গুল-খেলায় ছন্দপতন।
ইচ্ছে স্বপ্ন সব একাকার,
নতুন করে হোকনা এবার
তোমার আমার বৃষ্টিবিলাস রাত্রিযাপন।
*****************************