যে আঘাতে ধূলিসাৎ হয়ে যাওয়ার কথা,
সে আঘাত গায়ে দু-চারটে মোটে আঁচড় কাটে।
হৃৎপিণ্ড পাঁজর ছিঁড়ে বেরিয়ে এসে মাটিতে গড়াগড়ি খায়না আর।

যে চোখ দেখে কবিতারা ভিড় করে আসতো,
সে চোখের স্মৃতি এখন ফিকে হয়ে আসে।

বাঁধভাঙা আবেগের ঘোলাটে পর্দাটাকে চোখের সামনে থেকে উড়িয়ে নিয়ে গেছে বৈরাগী বাতাস।
নাকিকান্না আর হাহুতাশ কেমন যেন সমার্থক মনে হয়।

মুমূর্ষু স্বপ্নগুলো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে।
শিথিল হয়ে আসে মুঠো।
উড়ে যাক সব ধুলো।
উড়ে যাক।


****************************************************