আঁধারে তার মুখ দেখেছি।
রাত্রিবেলার চাঁপার মতন।
ভ্রমর-কালো এলোচুল তার, মিষ্টি মায়ায় মুখ ঘিরেছে।
মুগ্ধ আমি হাত দুটোকে
রেখেছি তার হাতের ওপর।
পাগল করা চাউনিতে সে আমার চোখে চোখ রেখেছে।

উথাল পাথাল প্রেমের জোয়ার।
সময় বোধহয় থমকে ছিল।
জানলা গলে জ্যোৎস্না এসে মুগ্ধতাতে ঘর ভরেছে।
আলিঙ্গনে স্বর্গীয় সুখ,
ঠোঁট নিয়েছে ঠোঁটের খবর।
প্রেমপিয়াসী হৃদয় দুটো, সুখের নেশায় রাত জেগেছে।




*****************************************