আয়, পাশাপাশি বসি।
তোর দুঃখগুলো উজাড় কর, শুনবো।
আমারও অনেক কান্না জমে আছে।
আয়, একসাথে কাঁদি।
বিকেল গড়িয়ে সন্ধে হোক।
সন্ধ্যে পেরিয়ে রাত।
আমাদের দুঃখবিলাসের সাক্ষী থাকুক মায়াবী দুধেল জ্যোৎস্না।
তারপর চাঁদও অস্ত যাক।
অস্ত যাক আমাদের যত দুঃখ, ঘৃণা, ক্ষোভ, হাহুতাশ।
আয়, একসাথে একটা নতুন সকাল দেখি।
***********************************