বলে গেল যমদূত, সবুর কর।
আর তো মাত্র কয়েকটা দিন।
নির্নিমেষ তাকিয়ে থাকা খোলা জানালা দিয়ে,
ধূ ধূ প্রান্তরে।
একে একে ইন্দ্রপতন।
তারাগুলো ডুবে মরছে বালির স্তূপে।
চাঁদ ছড়ায় মিশমিশে কালো জ্যোৎস্না।
লাশ ডিঙিয়ে ছুটে আসছে খড়্গ হাতে
শান্ত অথচ রণচণ্ডী প্রকৃতি।
আজন্ম সৃজিত সাধ ওর,
ভেল্কিবাজির বদলা সে নেবেই।
মৃত সন্তানের চলে যাওয়া দেখতে থাকে জননী;
ছুঁয়ে দেখা মানা।
আর কটা লাশ চাই হে দেবী?
আর কত প্রাণ?
*****************************