অলস দুপুর, মোহন বাঁশি,
চৌরাসিয়া, ভীমপলাশী;
ভাবনাগুলো হন্যে হয়ে হচ্ছিল মাতাল।
বন্দীদশার সঙ্গ দিতে,
একলা একার এমপ্যাথিতে,
সবুজ মনে লাগলো  হঠাৎ কৃষ্ণচূড়ার লাল।।

প্রেমিক কোয়েল, ডাকাডাকি;
কোকিলা তুই পাষাণ না কি!
বৈশাখী-রোদ পাতার ফাঁকে বকুল বাগিচায়।
গুলাচ জারুল উঠোনবাসি,
হিমচাঁপার ওই মিষ্টি হাসি,
লালমাটির ওই পথের বাঁকে মন হারিয়ে যায়।।

রোদে রোদে অনেক বেলা,
ছায়ায় ছায়ায় ছাতিমতলা,
শীতলপাটি বাগান-ঘাসে, ভাতঘুমে সময়।
গাইবে বাতাস, গাইবে সেকি?
চাইনা মোটেই কালবোশেখী,
মিশকালো সেই মেঘের ডালি নৈঋতে আজ নয় ।।

বিকেল আসে দখিন হাওয়ার,
রবি ঠাকুর দোহাই তোমার,
গানের ডালি সামলাবে কে! আজকে নাহয় থাক।
সুর ভাসে কি বাতাস জুড়ে?
হঠাৎ করেই মনে পড়ে-
দোরগোড়াতে এসে হাজির পঁচিশে বৈশাখ।।


*****************************