**আগুন-আভাস**
হতে পারে এখনও সে
পিছুটান আছে।
আগুনের লুকোচুরি
গোপনে গভীরে।
এখনও কি সব ভুলে
ফিরে যাওয়া যায়?
অবচেতনের খোঁচা
আসে ফিরে ফিরে।
যে অতীত পুড়িয়েছে,
এখনও পোড়ায় -
মুমূর্ষু প্রাণ নিয়ে
তবুও সে বাঁচে।
যে স্মৃতির চিতাকাঠে
এখনও আগুন -
না নিভেও নিভে যাবে
সময়ের প্যাঁচে।
এখনও তো ফুরোয়নি
চিরচেনা রাত,
নিশাচর হতাশার
আয়ু বাড়ে রোজ।
এখনও তো আসেনি সে
নতুন সকাল,
যে সকাল দিতে পারে
সকালের খোঁজ।
কুয়াশা-চাদর ঠেলে
পাহাড় তো জাগে,
কিছু বক হিম মাখে
ভোরের ডানায়,
সাময়িক মুজরোয়
অস্থায়ী দিন,
রাত আছে, রাত আছে;
রাত থেকে যায়।
তবুও তো বেমালুম
রং মেখে নেয়-
খড়কুটো-জীবনের
সাজানো আকাশ।
পালা করে মাঝে মাঝে
কড়া নেড়ে যায়-
আরেকটা হাতছানি,
আগুন-আভাস।
একগুঁয়ে আলোড়ন
বাড়ে রোজ রোজ,
কাঁহাতক গুম মেরে
বসে থাকা যায়!
কনে দেখা আলো যার
ছুঁয়েছে কপাল,
বেনামি চিঠিরা যাবে
তার ঠিকানায়।
************************