শরতের ঐ মাঝ আকাশে ঘন মেঘের আলিঙ্গন,
চমকি চমকি বিদ্যুৎ চমকায় না থামি অনুক্ষন.
কচি কাঁচা গুলো ভয়ে জড়সড়,
গাছপালা, পশুপাখি কাঁপে থর থর.
মা উমা বুঝি আসিবে না আমাদের ঘরে,
দূঃখ না সয়, বছর গেল ঘুরে.
ওই তো বজরা হতে বাহিরে আমাদের দেবী চৌধুরানী,
কাশ ফুল দল নোয়ায় মাথা হইয়া অভিমানী.
স্নেহের পরশ বুলায়ে সারা গায়,
বৃষ্টি না হলে কেমনে আসিবে আমার বজরা তোমাদের দরজায়,
ধুলি, কাদা লাগিবে যে আমার রাঙা পায়.
কচি, কাঁচা গুলি জড়ায়ে ধরিল মা উমারে,
ছাড়িতে না পারি বজ্র বেষ্টনী চারিধারে.
চুম্বনে চুম্বনে দিল ভরি,
কত বড় হয়েছে, আহা মরি.
..........