ধান গাছেতে পাক্ ধরেছে,
              নুয়ে গেছে ভারে.
বুড়া চাষী এসে দেখে,
              কি ফল ফলেছে আহারে.
ত্বরা করি কাষ্তে লয়ে,
              ক্ষেতের পাশে আসি.
গুনগুনিয়ে গান গেয়ে যায়,
              বউ এর পাশে বসি.
বউ রে শুধোয়,- ছেলের বউরে
              ভরায়ে দিব গা-ভর্তি গয়নাতে,
দেখবি কেমন তোর পাশেতে,
              রাখি সামনে আয়নাতে.
ধান মাড়ায়ে বুড়া দেখে,-
              ধানতো হয়নি তেমন!
ঘাড় যে আমার ব্যাথা করে,
              কেন হল এমন?
বসুন্ধরা মুচকি হাঁসে,
              কাঁদিস না বুঢা ভেউ ভেউ,
মেয়ে আমার সুখেই আছে,
              জানিস না তোরা কেউ.
             ...........