সারাদেশ ভ্রমি দাঁড়াইনু এসে সাগর কিনারে,
ছল ছল, খল খল জলরাশি পদতলে জাগায়ে শিহরন চারিধারে.
আরও একটু নামিনু জলে,
মনি মুক্তা খচিত উদ্দাম জলরাশি কি যেন কয়ে যায় মোর চিবুক ধরে,
হাঁসি অট্টহাঁসি চলে যায় সাগর গভীরে.
আপাদ মস্তক ডুবাইনু জলে,
সুনীল মোহময়ী প্রাসাদ যেন দাঁড়ায়ে মোরে বিহ্বল করি,
সহসা প্রকান্ড তিমি এক আসি, গেল চলি, তার উদর ভরি.
..........