অনেক টাকা খরচ করে একটা ঘর বানালাম,
দক্ষিন মুখো ঘর.
তা ঘরের সামনে একটা বাগান না থাকলে কেমন হয়?
বেশ কয়েকটা ফুল গাছ লাগালাম,
তবে গাছ সহ ফুলগুলো সব সূর্যের দিকেই তাকিয়ে আছে.
ভারী কষ্ট হলো, এত কষ্ট করে গাছ লাগালাম, শেষে কি না আমার দিকেই পেছন ঘুরে আছে!
ঘুরতে ঘুরতে একদিন বাগানের ঐ দিকটায় দাঁড়ালাম.
বাগান সহ ঘরটার দিকে তাকিয়ে আছি,
ফুল গুলো বলল;
কি গো কেমন লাগছে?
বেশ ভালো, বেশ ভালো.
ওরা বললো;
আমাদের সঙ্গে তোমার ঘরটাকেই মানায়,
তোমার সঙ্গে মানায় না.
ওদিকে সূর্য বললো;
কি হে,
সবাই যখন আমার দিকে মুখ করে তাকিয়ে আছে,
তুমি তখন আমার দিকে পেছন ঘুরে আছো বড়ো,
আমি কি তোমাকে কিছু দিই নি?
আমি বললাম;
হ্যাঁ দিয়েছো তো,
এই ফুল গাছ গুলো.
       .......