ছিলেম ভিখিরী,
এখন অবশ্য ভিক্ষে করার প্রয়োজনই নেই.
কিন্তু ভোর বেলায় ঘুম ভাঁঙ্গলেই চোখে পড়ে যায় মাথার কাছে সেই সযত্নে রাখা জামা কাপড়টার দিকে.
যেটা পরে ভিক্ষা করতাম,
যেটা পরে এত বড় হয়েছি, অনেক কিছুর সপ্ন দেখছি.
সেটা ফেলতে পারিনি,
তাই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি,
সেই ছেড়া, নোংরা জামা কাপড়টা পরে,
ভিক্ষা করতে.
          .........