একটি ছেলে
পড়া ফেলে
খেলছে কতই খেলা,
দূর আকাশে
মেঘের দেশে
ভাসিয়ে স্বপ্ন ভেলা।

দুষ্টু ছেলে
গাছের ডালে
দোয়েল টিয়া ধরে,
অনেক আদরে
সবুজ চাদরে
ছুটে যায় গহীন দূরে।