শোষনে নিপীড়নে বাঁধা তিন সহচরী
কৃষক শ্রমিক আর অভাগা নারী ,
যাঁদের ছাড়া চলে না পৃথিবী
এক-পা , একদিন ,এক মুহূর্ত তারই ।
তাঁরেই পদে পদে করে বন্ছনা
ঠকে সে ই প্রতিদিন , জনমভরি
দিন যায় রাত আসে যুগ যুগ ধরি
এমনই অবিচার বহে নির্বিচারী ।
ফলায়ে কৃষক ফসল , ক্ষুধা আহাজারী
গোলায় ধান একাকার , মহাজন বাড়ী
শ্রমিক খাটে দিন রাত , রক্ত ঘাম ঝরি
মালিকের পোয়াবারো , বাড়ে টাকা কাড়ি কাড়ি ।
নারী সে তো আগলে রাখে , যত ভার যত ভারী
হেঁটে চলে সভ্যতা , তাঁর কাঁধে ভর করি
না পায় সন্মান , না প্রতিদান , না কিছু অধিকারী
অকৃতজ্ঞ সময় ও সমাজ , করে শুধু বাহাদুরি ।
আসছে যে আগামী , ভয় ডর পরিহরি
শোষিতের হবে জয় , নাগপাশ ছিন্ন করি
এসো তবে জয় পথে , হাতে হাত ধরাধরি
সাত‘শ কোটি মানুষের এক , নতুন পৃথিবী গড়ি ।
-— ০ —-
০১ এপ্রিল , ২০২৫
ঢাকা ।