চারদিকে হাহাকার
মাঝে মাঝে চিৎকার
মাটি কাঁপে ধুপধাপ
- রাষ্ট্র চুপচাপ ।
লোকালয় জ্বলছে
দেবালয় পুড়ছে
দিকে দিকে উত্তাপ
- রাষ্ট্র চুপচাপ ।
ভাংচুর চলছে
- হিংস্রতা বাড়ছে
ভয় ভীতি দৌড়ঝাঁপ
- রাষ্ট্র চুপচাপ
অন্যায় অনাচার লম্ফ
যেন ভূমিকম্প
ঘরে ঘরে সন্তাপ
- রাষ্ট্র চুপচাপ ।
পন্যের চড়া দাম
নেই দায় নেই ধাম
দু:সহ সেই চাপ
- রাষ্ট্র চুপচাপ ।
গুড়ে বালি রসে জল
কত রুপে কত ছল
নেই বোধ নেই পাপ
- রাষ্ট্র চুপচাপ ।
ইতিহাস বিকৃতি
মনগড়া ফিরিস্তি
সংশয় মানসিক চাপ
- রাষ্ট্র চুপচাপ ।
সত্যের অপলাপ
পাগলের প্রলাপ
প্রতিকার ? পরিমাপ ?
- রাষ্ট্র চুপচাপ ।
কার আগে কে যাবে
কারটা কে নেবে
হুড়োহুড়ি তোপতাপ
- রাষ্ট্র চুপচাপ ।
—- ০ —-
০৭ ফেব্রুয়ারি , ২০২৫
ঢাকা ।