নারী তুমি গর্জে ওঠো , বিস্ফোরনে তাঁরাও বিশ্ব
বিদ্রোহের ঐ মশাল জ্বালো , জ্বালাও আগুন ঘরে ঘরে
আর কত কাল বইবে বেদন , সইবে কত এই নিপীড়ন
কোন কারণে কেনো ই বা , বনেদী রবে যুগ যুগান্তর
পুরুষতন্ত্রের কারাগারে ,
তুমি উদয়াস্ত খাটতে পারো , ঘর গৃহস্থালী গড়তে পারো
তুমি বিশ্বজয়েও শক্তি ধরো
তবে কেনো গড়ো না তুমি ভেঙেচুরে , ঘুনে ধরা সমাজটারে
তাইতে সে আজ অহর্নিশি ,
তোমায় শেকল পরায় বারে বারে ।
নারী তুমি গর্জে ওঠো , অধিকারের আওয়াজ তোল
প্রতিরোধের বুহ্য গড়ে , পাঠাও সর্ব স্তরে
আর কত কাল করবে রোদন , সইবে কত আর প্রহসন
ছল-চাতুরীর ফাঁদে পড়ে ,
রাষ্ট্র আছে শীত নিদ্রায় , সরকার ঝিমোয় তন্দ্রা ঘোরে
ধর্ষক যত কুলাঙ্গার সব , হানছে আঘাত নির্বিচারে ,
তুমি ফসল মাঠে ফলাও ফসল , যুদ্ধ মাঠে অস্ত্র ধরো
তুমি রাখো কীর্তি , উৎপাদন আর উপার্জনে
তবে কেনো দাঁড়াও না তুমি , নিজ অধিকার নেবে কেড়ে তাইতে সে আজ অনায়াসে , তোমায় বন্দী করে নিজঘরে ।
নারী তুমি গর্জে ওঠো , সময় তো আর নেই বাকী
নীহারবানু রাজশাহীতে , তনু হত্যা কুমিল্লাতে ,
খুকুমনি রাজধানীতে
নুসরাত পুড়লো ফেনী শহরে ,
ধর্ষিতা ইয়াসমিন দিনাজপুরে
শিশু আছিয়া কাতরাচ্ছে আজ জীবন মরণ পারাপারে ,
পরিসংখ্যানের নেই তো শেষ
হাজার লক্ষ কোটি নারীর জীবনে আজ
একই চিত্র - এক অবশেষ ,
রুখতে হবে তোমাকেই আজ , নিজেই নিজের শক্তি ধরে
সব অনাচার হবে বন্ধ , ভাঙো দেয়াল দুর্নিবার
ভাঙে ভাঙুক সেই পরিবার , নেয় না যে দায় প্রতিকারে ।
মুক্ত করো গুমোট বাতাস , মেঘ ছাওয়া ঐ কালো আকাশ
দাও উড়িয়ে সব অচল - অসার
কাল বৈশাখীর ঘুর্নিঝড়ে ।
— ০ —
১১ মার্চ ২০২৫ , সকাল - ১০:০০ টা
ঢাকা ।
( আজ বিকেলেই শাহবাগে গনতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের প্রতিবাদ সমাবেশে কবিতাটি স্বকন্ঠে পঠিত )