ওঠ রে তরুন , ওঠ তারুণ্য
        তোরা ওঠ জেগে আজ বাহান্নো
বুক চিতিয়ে নে রে শপথ
             করতে বিনাশ সব জঘন্য ।
ঔদ্ধত্যের ঐ অহং যত
                    দুর্বৃত্তের ঐ শক্তি শত
দে গুড়িয়ে ধূলোয় তত
                  করে দে সব ছিন্নভিন্ন ।
বাষট্রির ঐ মন্ত্র যোগে
                  ছেষট্রির ঐ শক্তি বেগে
রুদ্ররোষে আগল ভেঙ্গে
            আয় ঘিরে আয় চতুর্দিকে ।
উপড়ে ফেল তুই অজাত শেকড়
                  উনসত্তরের অগ্নিবানে
দস্যু দানব কররে বিনাশ
            যেমন সেদিন অভ্যুত্থানে ।
ভুলিস নে তুই এইতো সেদিন
                রুখেছিস গন জাগরনে
আরো স্বাক্ষ্য আছে তোদের
                নব্বই‘র গন আন্দোলনে
একাত্তর আজ ডাকছে তোদের
       গোটা জাতি আজ হত বিহবল
লাখো শহীদের রক্তে ভেজা
             দেশমাতা যে অশ্রুসজল ।
চেতনা আজ  অচেতন হায়
           দেশের সম্পদ লুট হয়ে যায়
লোভ লাভ আর জবর দখল
               নিত্য দিনের নেশা প্রায় ।
রুখতে হবে এখনই ওদের
                দেশটা যে যায় রসাতলে
স্বৈরাচারের ঐ তক্ত তাউস
             দে পুড়িয়ে আগুন জ্বেলে ।
মরলি যখন শত হাজার
             জীবনে আর ভয় কি ওরে
কাঁপছে গদি স্বৈরাচারের
      শেষ ধাক্কা আজ দে রে জোরে ।
আয় ছুটে আয় দলে দলে
       তোরা জ্বালা মশাল অন্ধকারে
শেকল ভাঙার গানে গানে
           জাগিয়ে দে প্রাণ ঘরে ঘরে ।
              —    ০   —
           ১৮ জুলাই , ২০২৪
ঢাকা ।