নিজেকে সে পণ্য ভাবে  
চাইছে তাহার মূল্য,  
বাজারে অনেক বেচাকেনা হয়  
তাহার সমতুল্য।  

খাল কেটে ওই কুমির এনেছি  
সেটাও এখন কানা,  
বাজারের এখন যে অবস্থা  
দাম হয় না দুই আনা।  

কাক কিনিলাম সম্মান দিয়ে  
কোকিল কিনতে মানা,  
বাজারের পাখি দামাদামি হয়  
সবার আছে জানা।  

খাঁচার পাখি বন্দি থেকে  
ভাবছে কী যে খাবে,  
খারাপ-ভালো উভয় সবাই  
নিজেদের মতো ভাবে।