ধিক্কার জানাই সেই সমাজকে,
যেখানে সত্য লুকিয়ে কাঁদে,
মিথ্যার রাজা সিংহাসন গড়ে,
ন্যায়বিচার হারায় কারো ফাঁদে।
ধিক্কার জানাই সেই শাসনকে,
যেখানে জুলুমকে শৃঙ্খলা বলে,
গরিবের কণ্ঠ চেপে ধরে,
ক্ষমতার নেশায় ধ্বংস চলে।
ধিক্কার জানাই সেই সৈনিককে,
যে নিজের ভাইয়ের রক্ত ঝরায়,
স্বার্থের মোহে চোখ বুজে,
অন্যায়ের পথে শপথ করায়।
ধিক্কার জানাই সেই লেখনীকে,
যে মিথ্যাকে করে মহান,
সত্যের কথা মুখে আনতে,
ভয়ে কাঁপে প্রতিটি প্রাণ।
ধিক্কার জানাই সেই সভ্যতাকে,
যেখানে স্বাধীনতা বিক্রি হয়,
মানুষ নামের পুতুল নাচে,
নিয়তির বাঁধনে বাঁধা রয়।