হয়তো আমি বন্দী কারো সন্দেহের কারাগারে,
যাহার সাথেই চলি, সবাই সন্দেহের করাণারে ।
হাসির আড়ালে গোপন বিষাদের সন্দেহ ওই নীলক্ষেত,
অচেনা ওই শকুনের চাওয়া, হয়তো বিপদের সংকেত।
সন্দেহ কারিরা কেন চলে যায় অথীত কিছু ভূলে,
প্রত্যেক বাক্যে চলতে পথে প্রশ্নের বোঝা তুলে।
সন্দেহের মাঝে ছোপ ছোপ করে কালো দাগ ওই বাধে,
বিশ্বাস হারিয়ে সব দিয়েছি সন্দেহে কারোর ফাঁদে।
কেউ হাত বাড়ালে প্রশ্ন জাগে সন্দেহ সবাই বলে,
ওটা বন্ধুর হাত, প্রতারণা নাকি সার্থের ওই ছলে?
সন্দেহ একদিন হারিয়ে যাবে,অচেনা কোনু বাকে,
ওরা মিথ্যুক ছদ্মবেশী শুধু নিজেরে লুকিয়ে রাখে।
বন্ধুত্বের গল্পে মিশে গেছে আজ অবিশ্বাসের কালি,
একটুখানি হাসতে যেয়েও সন্দেহের ছায়া জ্বালি।
সকল কথা ফিসফিসিয়ে দেয়ালের কানে আসে,
প্রতিটি শব্দে লুকানো গল্প সন্দেহে সব ভাসে।