হঠাৎ তুমায় দেখেছি আমি, অচেনা ওই মোড়ে,
চেনা সেই মুখটি দেখে, দৃষ্টি রা শুধু ঘোরে।
কতো দিন চলে গেছে নীরবে একা কেঁদে,
হৃদয়ে তুমার নামটি আমি রেখেছি যে বেঁধে।
তুমার চোখে চোখ পড়তেই নীরব হলো ভাষা,
পূর্ণ হয়তো হলোনা আজো অনাকাঙ্ক্ষিত আশা।
বুকের গহীনে জমিয়ে রাখলাম কতো শতো কথা,
পরেই রইলো আজো আমার স্মৃতির সেই পাতা।
কিছু বলবো ভাবছি তোমায়, বলা হয়নি আর,
সুযোগ তো হলো না কবো কথা বলিবার।
মিষ্টি হাসি ঠোঁটের কোণে হঠাৎ দেখার সাধে,
পিছন ফিরে তাকিয়ে দেখি লুকিয়ে সে কাঁদে।