গ্রাম অঞ্চলে পানি এসে, বন্যা বয়ে যায়,
কতো মানুষ পানির স্রোতে, আজ হলো নিরুপায়।
ঘর বাড়ি সব পানির নিছে, সব  হয়েছে তল,
বন্যার এই দুর্দশাতে, সবার ছোখেই জল।

পথঘাট সব ডুবে গেছে, নেইতো চলার রাস্তা,
মানুষ শুধু আশ্রয় খোঁজে, কি কঠিন এই অবস্থা ।
গৃহহারা মানুষ গুলো, খুঁজছে একটু ঠাঁই,
বন্যার এই ভয়াল স্রোতে, একটু আশ্রয় চাই?

কোথায় থেকে নেমে এলো, জলপ্রপাতের ধারা,
নদী-নালা উপচে উঠে, মাঠের ফসল সারা।
মানুষ জনের কষ্ট দেখে, মন কাঁদে বারেবার,
বন্যার পানিতে ডুবে যাচ্ছে ঘরবাড়ি সবার।

বন্যার স্রোতে ভেসে যাচ্ছে সবার সকল সুখ,
পশু পাখি করছে হাহাকার , মনে বড়ই দুঃখ।
মানুষের ঐক্য, মানুষের প্রেম, পাবে পথের দিশা,
সব কিছু আবার ঠিক হবে যে, সবার মনের আশা।

শিশুর মুখে নেইকো হাসি , মায়ের চোখে জল,
বৃদ্ধ পিতার শীর্ণ দেহ, কাঁপছে অবিরল।
তবুও মনকে শক্ত রেখো, পেয়োনা যেনো ভয়,
সবাই থাকবো সবার দুঃখে, দুর্যোগকে করবো জয়।