রোদ্দুরে ঝলমল রঙিন ডানা,
মেঘের বুকে খেলতে মানা।
নরম বাতাসে দোলে দুলে,
মধুর খোঁজে ফুলের কূলে।
নীল আকাশের ফাঁকে ফাঁকে,
ছুটে চলে ফুলের বাঁকে।
একটু থামে, একটু ওড়ে,
স্বপ্নগুলো রঙে ঝরে।
তুমি কি জানো, সে কারো নয়?
বন-পাহাড় সব তার আপন হয়।
ধরতে গেলে উধাও হবে,
মেঘের সাথে মিশে রবে।
এমনই তার উড়ন্ত প্রাণ,
সাজিয়ে চলে ফুলের বাগান।
তোমার ছোঁয়া পেলেই হেসে,
ভেঙে যাবে ডানা শেষে।