তুমি আমার হৃদয়ে লেখা,
তোমায় কেনো যায় না দেখা।
যেখানে থাকো যেভাবে থাকো,
আমার কথা মনেই রাখো।

দূর আকাশে উড়বে তুমি,
হটাত দেখবে পাশেই আমি,
স্মৃতির গায়ে বসে বসে,
গল্প করবো মুচকি হেসে।

আমার চোখে তাকিয়ে দেখো,
হৃদয়ে গেঁথে আগলে রেখো।
চিরকাল শুধু তোমার হবো,
স্মৃতির পাতায় জড়িয়ে রবো।