রঙিন পাখা মেলে দিয়ে,
নীল আকাশে চলে গিয়ে,
স্বপ্ন সাজায় ফুলের বনে,
উড়ছে প্রজাপতি আপন মনে।
সূর্যের আলোয় ঝলমলে,
কত যে রঙ তার আঁচলে,
হালকা বাতাসে দোলে দোলে,
ঘ্রাণ খুঁজে যায় ফুলের কোলে।
ফুলের মধু, রঙের খেলা,
জীবন যেন ছন্দের ভেলা,
ছুটে চলে নিরুদ্দেশে,
স্বাধীনতার স্বপ্ন বেশে।