যেতে চাইলে চলে যা না,
পথ তো তোর চেনা জানা।
আমার নীর,আমার নাইরে,
বদনাম হচ্ছে ঘরে বাইরে।

তুই কি জানিস, পথের শেষে
শ্যাওলার মতো আসছি ভেসে।
যেখানে থাকিস, যাহার নীরে
আমার কাছেই আসবি ফিরে।

চাইলেই কতো আটকে রাখতাম,
মনের ঘরে ছবি আঁকতাম।
হয়তো কিছুই হারাবে না কবো,
বিদায় দিলাম চলে যা তবু।