হয়তো তুমি সাগর তটে,
ঢেউয়ের উচ্ছ্বাসে ভরা।
নয়তো তুমি অরণ্যের মাঝে,
পাখির কূজন ধরা।
হয়তো তুমি পাহাড়ের চূড়ায়,
মেঘের সাদা নেশায়।
নয়তো তুমি মরুর বালুতে,
অচেনা স্বপ্নের আশায়।
হয়তো তুমি হাওয়ার মৃদু তে,
কখনো ঝড়ের গতিতে।
নয়তো তুমি মনের মাঝে,
অজানা কোনো স্মৃতিতে।
হয়তো তুমি কুয়াশার চাদরে,
শীতের প্রতিটি রাতে।
নয়তো তুমি বসন্তের বনে,
স্বপ্ন ভেঙেছ নিজ হাতে।