গন্তব্যে পৌঁছাতে হবে, এটাই আমি চাই,
পথটা হোক যতই কঠিন, তবু মনে ভয় নাই।
পিছনে যারা মন্তব্য করে, কাজে নেই তো মন,
ওরা প্রতিবেশী, বন্ধু-বান্ধব, তারাই আপনজন।

নিজের পথে একাই চলি, পিছনে ডাকে কেউ,
গন্তব্যের ঐ বেকুল তৃষ্ণা মনের অথৈ ডেউ।
সবাই ছুঁড়ে মন্তব্যের ধ্বনি, বিভ্রান্তিতে সাজে,
কত স্বপ্ন ভুনেছি আমি ছোট্ট হৃদয় মাঝে।

মন্তব্যকারী যারাই আছে, অনেকেই পিছনে রবে,
যে যাই বলুক, শুনতে গেলে গন্তব্য দীর্ঘ হবে।
অপেক্ষা করো, তারাও একদিন সঠিক পথে ছুটবে,
গন্তব্যের ওই মলিন হাসি নিখুঁত ভাবে ফুটবে।

কারো মন্তব্য মিষ্টি হেসে, আবার কারো জ্বলনময়,
মানুষের পিছনে মন্তব্যকারী আজীবন পিছিয়ে রয়।
পিছনে ওরা মন্তব্য করে, একদিন লাগাবে মুখে তালা,
আমার চোখে গন্তব্যের নিশানা, পরবো সাফল্যের মালা।