দীর্ঘ দিন
সামরিক জান্তার দুঃশাসনে
জিম্মি অসহায় জাতির
মুক্তিকামী মানবিক নেত্রী-
নোবেল শান্তি বিজয়ী
তেজস্বিনী সুচি ,
আজ নির্যাতিত মানুষের
পাশে দাঁড়াবার নেই কি
কোন অভিরুচি ?
বয়সের ভারে সেকি শ্রান্ত
নাকি শান্তিস্নান শেষে ঘুমন্ত
ঘুমিয়েছে কি মনচোখ-
সংগ্রামী চেতনা
মানবিক মূল্যবোধ
দৃঢ় প্রত্যয় সেই
অগ্নিঝরা তেজও ?
নিস্তব্ধ তেজস্বিনী
নেই কোন বাণী
নেই ব্যর্থতার গ্লানি-
স্বদেশে ঘটে চলা
ভয়াবহ হিংস্রতার ।
তবে সেকি আবার গৃহবন্দী ?
নাকি নিজ ভূমে
শেষ ঘুমের তরে
পশুর সাথে করেছে
নিদারুণ সন্ধি ?
ভেবেছে কি তারা একবারও
এমন নির্যাতনের দাবানল
কত ভয়াবহ ,
কত তীব্র তার প্রবাহ ?
পরম অহিংসা যখন
হিংসায় পরিণত হয়
তখন সেখানে ভালো
কিছুর ধারন নাই !
মানবতার এ অপমৃত্যু
মেনে নেবার নয় ।
তেজস্বিনী তুমি জাগো
আবার তুলে ধর খড়গ ।
২৯/১২/১৬