ঐ যে দূরে
আকাশ পাড়ে
মেঘের দেশে বসে
তুমি কি মা দেখছ আমায়
চুপটি করে হেসে ।
আগের মতই আমার দুখে
হও কি মা আর দুখি
আমার মুখের হাসি দেখে
তুমি ও কি হও সুখী ?
এই পৃথিবীর দুঃখ শালায়
আমিও যে মা বন্ধী
আলো ছাড়া কালোর সাথে
হয়না করা সন্ধি ।
তোমার মতই সংগ্রামে মা
আমার জীবন গড়া
দুঃখ ছাড়া সুখ পাখিটা
যায় না বুঝি ধরা ।
আমার মাঝে তুমি আসিন
আমি তোমার আত্মজা
তোমার মাঝে আমি বিলীন
তুমি আমার মা গো মা ।