তুমি বীর বাঙ্গালী
মুজিবুর রহমান

তোমার উদাত্ত আহবানে  
এ জাতি মুক্তিযুদ্ধে
করেছে  ত্রিশ লক্ষ আত্মদান ।  

নরাধম যত
বেনীয়ার পোষা পশুদল
পারেনি নির্মমতায়
করতে তোমায় নিষ্প্রাণ !

তুমি মুজিবুর রহমান!

তোমার অগ্নী চেতনায়
বাঙালী পেয়েছে স্বাধীন জমিন
বিশ্ব দরবারে  জাতি  -  
স্ব মহিমায় মহিয়ান !  

কত কৃতঘ্ন,লোভে অন্ধ ,
নির্লজ্জ পিশাচ  ওরা-  
যার দৃঢ় প্রত্যয়ে  পরাধীন জাতি
এমন স্বাধীন স্বদেশ পেল
তাকেই করতে চেয়েছে
এ পৃথিবী ছাড়া !  

তুমি মুজিবুর রহমান!
  
তুমি স্বাধীনতা প্রিয়
কোটি বাঙ্গালীর প্রাণ ।

তুমি আছো, থাকবে ,
শীর্ণ কায়া ছেলে হারা
দুঃখিনী মায়ের
মুক্তির আস্বাদে !
তুমি আছো অরুন আলোর প্রভাতে
তুমি আছো  সোনাঝরা গোধূলিতে
সবুজ বাংলার শ্যামল মাটিতে,  
পদ্মা, মেঘনা, যমুনার
কুল কুল ধ্বনিতে ,  
তুমি আছো ছোট্ট শিশুর
মিষ্টি হাসিতে ।
গাঁয়ের রাখালের মোহন বাঁশিতে।
তুমি  আছো থাকবে এ বাংলায়
যুগ যুগ ধরে ।  

তুমি মুজিবুর রহমান!

তুমি আছো ,  থাকবে  
লক্ষ হৃদয়ে চিরঞ্জীব,      
তোমার রক্তের প্রতিটি কণায়
জন্ম নিয়েছে লক্ষ মুজিব!        
১৫/৮/১৬