মাগো,
তোমার ছোট্ট সোনার গাঁয়
শাওনো রাতে জোৎস্না ধারা ঝরে
শিশির স্নাত হয় আজও ভোর
প্রিয় ঘুঘুযুগল ডাকে বটের শাখায় !
ক্লান্ত দুপুরে গাছের পাতায় পাতায়
শনশন আলাপন আপন ভাষায় ,
বর্ণীল প্রজাপতি পাখা মেলে
অস্তমিত সূর্য সোনারঙ ছড়ায়
কাব্যিক গোধূলি বেলায় ।
মাগো,
মিষ্টি সুবাসে তোমার প্রিয়
হলুদ, লাল, সাদা নীল -
সাঁঝের সন্ধ্যামনি হাসে
কোন সে মোহ মায়ায় !
মাগো,
আমার স্মৃতির বীনায়
বেদনার সুর বাজে ,
তোমার অস্তিত্বের আনুভব
নিঃসঙ্গ হৃদয় মাঝে ।
তোমার স্নেহের পরশ
সিক্তহিয়ায় আজও আছে মিশে ।
মাগো,
তোমার পানলাল ঠোঁট
মিষ্টি মধুর হাসি মুখ
জাগ্রত প্রতিবাদী চেতনা,
অন্ধ সমাজের প্রতি ধিক্কার-
নারী জাগরণে সাহসীপদক্ষেপ
আত্ম প্রত্যয়ী হতে শেখায় ।
তোমার দূরদৃষ্টি
বিচক্ষণতা ও স্মৃতিশক্তি
জীর্ণশীর্ণ এ আমাকে
মৃত্যু ঘুম থেকে জাগায় ।
আত্মত্যাগী হতে শেখায়,
তোমার অনুরাগ ও সুশিক্ষা,
আমাকে আগামীর পথ দেখায় ।
মাগো,
তুমি একাকার হয়ে আছ
আমার আপন সত্ত্বায়
আমার চেতনায় ,
তাই মা তোমার আত্মজা
নিয়ত তোমায় কৃতজ্ঞতা জানায় ।