শুভমিতা ,
আমায় ডেক না ,
তুমি আর আমি
নই এক মোহনা !
সেই বৃষ্টি ভেজা
পথের ধারে "ভালোবাসি "
বলে মন রাঙিয়ে ছিলে ,
সেই থেকে প্রেমের পানসী চড়ে
কত ফাগুন হয়েছে পার
হাতে হাত ধরে ।
অবুঝ প্রজাপতি মন
গড়েছিল বর্ণীল স্বপ্ন ভুবন ,
কেন ? আজও বুঝিনি !
কিসের মোহে
তুমি সে ভুবন
তছনছ করে
চলে গেছ চুপিসারে
পিছু ফিরে দেখনি ।
আমার হৃদয় বীণার
বেদনার সুর
তোমার হৃদয়ে
আর কোন দিন বাজেনি !
শুভমিতা ,
এত যুগ পরে
গোধূলি বেলায়
কেন তুমি আজ ফিরে এলে ?
তবে আমায় আর তুমি
ডেক না ভুলে ।
সেই তার পর
আমি তুমি বিহীন
রচেছি আপন ভুবন ।
মুক্ত বিহঙ্গ আমি
আমি যাযাবর, বন্ধনহীন ।
প্রজাপতি এ মন
বেড়ায় উড়ে উড়ে
বন্ধু নিসর্গ মধুর আশ্রয়ে ।
ঘর নয় , বন্ধনে বাঁধেনি ঘর ,
সকলই আমার আপন
কেউ নয় পর ।
শুভমিতা,
ভালোবাসা আমার শ্রাবণ বর্ষার,
চাইনা আর এক
রঙিন বসন্ত আবার ।
ফিরে যাও তুমি
অনেক অনেক ভালো থেক ,
শুধু অলীক স্বপ্নে এসো ,
শুভমিতা ,
এ যাযাবর জীবনে আমার
তুমি এসো না ফিরে বারবার !
২৯/৪/১৬