২৫ মার্চ  ছিল ভয়াবহ
সেই কালো রাত
যে দিন ঘুমন্ত বাঙালীর উপর
আচমকা আসে নিষ্ঠুর কষাঘাত !

বাতাসে বারুদের তীব্র গন্ধ,
বাড়ে অসহায়,
আহতের আর্ত চিৎকার
রাত বাড়ে ,
ক্ষণে ক্ষণে বাড়ে
লাশের নিবন্ধ !

ছুটে যেতে
ঘরের মেঝেতে
প্রিয় বাবার লাশ
তবু ছুটে চলা
ফেলে দীর্ঘ শ্বাস!

গর্ভবতী মায়ের  
পেটে দেয় পিচাশ
নিষ্ঠুর লাথি ......
রক্তাক্ত অর্ধ ভূমিষ্ঠ শিশু
রক্ত স্রোতে উল্লাস!

গুলির আঘাতে স্বপ্ন মরে ,
বসন ছেঁড়ে নব বধূর,  
ভায়ের হাত থেকে কেড়ে  ......
প্রিয় বোনের পবিত্র দেহ
ছিড়ে খায় .........
হায়ানার দল
হিংস্র থাবায় !

লাশের উপরে লাশ
মায়ের লাশেতে ...
লাশের বুকেতে শিশুর পিয়াস !

রাত্রি পোহায়
সাহসী বাঙালী ,
ছাত্র শিক্ষক ,
শ্রমিক কৃষক ,
মুটে , মালি
রুখে দাঁড়ায়.........
সম্মুখে বুক পাতে
লাঠি- সোটা, কাস্তে- কাচি হাতে।
            
নারোদের দল
পুচ্ছ নাচায়
প্রাণ বাঁচাতে সাজে
ধর্ম ভাই ভাই ,
" তোমাদের সেবাতে
আমার জুড়ি নাই-  
আমরা বাংলার পথ
তোমাদের দেখাব হাই,
কাহা জরু , মুরগি কোথায় ,
অর কোথায় মুক্তি হাই
তোমরা আমারা ধর্মবাপ ভাই ।"

সাহসী নারী পুরুষ
রণ  ক্ষেত্রে নামে ,
মুক্তির জন্য নামে,  
মুক্তি পাগল পথে নামে
খড়গ কৃপাণ হাতে ......
মুক্তি যুদ্ধ চলে নয় মাস

লাশের উপরে লাশ
লক্ষ লক্ষ লাশ
ত্রিশ লক্ষ শহিদের!
সম্ভ্রম হারা  বোনের,
হারিয়ে যাওয়া স্বজনের
দুঃখী মায়ের -
ঘুমন্ত শিশুর -
শেয়াল কুকুর শকুনে
খাওয়া লাশের গলিত
রক্ত স্রোত বেয়ে

আসে প্রিয় স্বাধীনতা  ।