বড় অশান্ত সময়
অস্থির বিশ্ব
অস্থির ভূপ্রকৃতি ও।
আকাশে বাতাসে বারুদের গন্ধ
মত্ত প্রকৃতি প্রলয়ে বিধ্বস্ত
মানবতা শূন্য মানব
বিফল অশ্রু বেদনার্ত।
গণ কবরে অজস্র লাশ
তবু মেটেনা লোভীর পিয়াস
মেটেনা দুখীর স্বপ্ন বিলাস।
আরব আমিরাতে -
শেখদের সেবায়
অর্থের মোহে কত নারী
সেবা দাসী হয়ে যায়।
সাত সমুদ্র দিয়ে পারি
প্রবাসে শত শত নারী
কিভাবে কেমনে দিন যায়-
রাত যায়- কে রাখে
খোঁজ তারই ।
যুদ্ধে মত্ত সব ধর্মান্ধ
ধর্মের দোহায়ে
স্রস্টার স্রেস্ট সৃস্টিকে
গলাকেটে করে ধ্বংস,
চলে বোমা ফেলে নিরাপরাধ
নারী ও শিশু হত্যা- নৃশংস !
অস্থির বিশ্ব
বিশ্ব বিবেক আজ পরাস্থ ।