আমি কি কারও মা ?
তাও জানিনা - বুঝিনা,
কত যে বয়স হল পার
কত দিন ভুলেছি আপনার!
ভুলেছি প্রিয় সন্তান
প্রিয়তম স্বামী -
আর প্রিয় মা ও মাতৃভূমি !
কত যে যুগ গেছে চলে
গিয়েছি সব স্মৃতি ভুলে -
জানিনা কে দিয়ে ছিল ট্রেনে তুলে !
সে দেশ ছেড়ে এদেশ এপার
স্বদেশ ফেরা হয়নি আর !
আমি যে জায়া কার ?
কার বা জননী,
নাকি কারও ভগ্নী?
এ সব আর ভাবা হয়ে উঠেনি।
যখন যেখানে খুশি যাই
যে যা দেয় - হাত পেতে খাই ,
কেউ পাগলী , কেউ বা
ফতে বলে ডাকে আমায়।
হারিয়েছি কবে মানস শক্তি
বুঝিনা কে দেয় ধিক
কে করে ভক্তি!
এই যে চার পাশে
চেনা অচেনা নানা জনগণ
এরাই আপন -
জীবন ও জড়ায় ।
এ জীবন যে দিন
হবে অবসান
এ দেরই কাধে শব যাত্রা
ও শেষ বিদায় ।