প্রিয়তম গড়াই
এর কাছে যাই বারবার
যেখানে শৈশব , কৈশোর,
যৌবন একাকার ।
জীবনের গোধুলীতে
তার বুকে স্মৃতি আল্পনা আঁকি ,
সাতনরি প্রেম পরশ মাখি
ভাসি অবেলার উচ্ছল মন রথে।
চৈত্রের হাঁটু জলে
সময়ের কলের নাও
ঝির পবনের ঊর্মি তালে
হেলে দুলে সখী নিয়ে চলে ।
তটিনীর নীল জলে
আকাশ নীলিমা
লীন হয়ে যায় ,
যেথায় বকের ঝাঁক
জল কেলি খেলে ,
মুগ্ধ আঁখি মেলি কুলে কুলে ।
ইট পাথরের জনাকীর্ণ শহরে
তৃষিত হ্রদয় শান্তি
সুধা খুঁজে পায়
এই শীতল ক্রোড়ে ।
প্রিয়তম গড়াই
ঋতুর আবর্তে
শতরূপ দেখা পায় ।
শ্রাবণ প্লাবিত জলে
হু হু কলকল
উত্তাল স্রোতসীন
স্বদর্পে বয়ে চলে ।
অপার নিঃসঙ্গতায়
সে স্নাত করে ,
মুগ্ধ করে ,
শান্ত,ছন্দময় মোহমায়ায় ।
প্রিয়তম গড়াই
ভালোবাসি ,
ভাল থেক ।
উত্তাল থেক ,
উচ্ছল থেক ,
থেক চির যৌবনে প্রিয় -
আপন গভীরতায় ।
প্রিয়তম গড়াই
১৩ই চৈত্র ১৪২১
২৭/৩/১৫ ।