বৈরী সময়
আমার শ্যামল বাংলায়
এখন বড় বৈরী সময় !
লোভ -লালসার আগুনে
নিষ্পাপ শিশুসন্তান,
মা বাবা ,ভাই বোন,
প্রিয় আপন স্বজন -
পুড়ে পুড়ে ছাই !
আমরা শ ঙ্কিত , নির্বিকার-
নির্লজ্জ বসে চুপিসারে
দেখছি বার বার -
হিংস্র দানবের নৃশংস কারবার !
আমরা সুশীল সমাজের সুধী জন
যত্নে রেখেছি আপন প্রাণ ,
ভাবছি , গুণছি বসে এরপর
কি জানি আসে পালা কার !
কার মা বাবা ,সন্তান
কার প্রিয় পরিবার ,
শুধু দেখব তাকিয়ে তাকিয়ে -
পোড়া দেহ অঙ্গার,
শুনব আমার প্রিয় কানে -
স্বজন হারার গগণ বিদীর্ণ
করুণ চিৎকার !
অথবা প্রাণ ভয়ে কাতর -
কেবল ভাবছি- কিছু করব,
এই করতে হবে কিছু সত্বর!
কিন্তু যদি হই সোচ্চার
তবে যে সাহসী হুমায়ুন আজাদ,
স্বাধীন কলম সেনা অভিজিত দের মত
প্রিয় ললাট না থাকে আর !
ধিককার এমন নির্লজ্জ বেঁচে থাকার -
ছোট্ট সোনার পোড়া দেহ দেখে
লাভ নেই করে সিক্ত চীৎকার !
শুধু মিছে ভাবনা নয় আর ।
অলস ভীরুর কাফন ছেড়ে জাগো ,
জেগে ওঠো চাষি ভাই -
তোমার শাণিত কাস্তে হাতে ,
পাকা ফসলের নষ্ট মাঠ ছেড়ে আরবার ।
জেগে ওঠো তাঁতি ভাই তোমার
স্তব্ধ তাঁত ছেড়ে ,
শ্রমিক মজুর ভাই এসো ভুঁকা পেটে
তোমার অবরুদ্ধ শ্রম ফেলে
মুষ্টি বদ্ধ হাতে
হেনরির হাতুরির শব্দের
ঐ প্রতিধ্বনি শোনা যায় ।
সেদিনের মতো এসো -
বীর বাঙ্গালী যত
রুখে দাঁড়াও -
শ্বাপদের অগ্নীপুরী থেকে
আপন স্বদেশ বাঁচাও !